দলের কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে নাটোরে বিএনপির বিক্ষোভ মিছিল পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। শনিবার সাড়ে ১০টার দিকে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা কর্মসূচি পালনের জন্য শহরের আলাইপুরে দলের অস্থায়ী কার্যালয়ে প্রবেশের চেষ্টা করেন। এ সময় আগে থেকেই সেখানে উপস্থিত পুলিশ সদস্যরা তাদের দলীয় কার্যালয় অবরুদ্ধ করে রাখে এবং নেতাকর্মীদের প্রবেশে বাধা দেয়।
একপর্যায়ে সেখান থেকে তাদের সরিয়ে দেওয়া হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক আমিনুল হক, সদস্য সচিব রহিম নেওয়াজ, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চুসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। বাধা পেয়ে বিক্ষোভের উদ্দেশ্যে আসা নেতা-কর্মীরা সেখান থেকে চলে যান।
জেলা বিএনপি সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহীন অভিযোগ করে বলেন, আজ ভোর থেকে বিএনপি নেতার্মীদর ঘরে ঘরে পুলিশ তল্লাশী চালায় এবং সকাল থেকে শহরের আলাইপুরের জেলা কার্যালয় অবরুদ্ধ করে রেখে দলের নেতাকর্মীদের প্রবেশ করতে দেয়নি। এ কারণে পুলিশের বাধার কারণে খালেদা জিয়ার মুক্তির মিছিল পন্ড হয়ে যায়।
বিডি প্রতিদিন/আল আমীন