গণতন্ত্র জনগনের অধিকার। এই অধিকার প্রতিষ্ঠায় একটি বারের জন্য হলেও সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমে আসার আহ্বান জানিয়েছেন বিএনপি’র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য জনগনের অধিকার প্রতিষ্ঠা সবচেয়ে বেশী দরকার, তাই অধিকার প্রতিষ্ঠায় সকল সংগঠনকে ঐক্যবদ্ধ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান তিনি।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বরিশাল মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তৃতায় এই আহ্বান জানান বরিশাল সদর আসনের ৪ বারের সাবেক এমপি সাবেক সিটি মেয়র সরোয়ার। কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে আজ শনিবার সকাল ১১টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মহানগর বিএনপি’র সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান ফারুক, সহ সম্পাদক আনোয়ারুল হক তারিন, মহানগর যুবদলের সাধারন সম্পাদক মাসুদ হাসান মামুন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুর রহমান পিন্টু প্রমুখ।
এর আগে একই দাবিতে অশ্বিনী কুমার হলের সামনে উত্তর ও দক্ষিন জেলা বিএনপি’র পৃথক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। দক্ষিণ জেলা বিএনপি সভাপতি এবায়দুল হক চাঁনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উত্তর জেলার সভাপতি উদ্দিন ফরহাদ, দক্ষিন জেলার সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিন প্রমুখ। সমাবেশ শুরুর আগে জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল সদর রোড প্রবেশের চেষ্টা করলে অশ্বিনী কুমার হলের গেটে তাদের আটকে দেয় পুলিশ। বিএনপি’র পৃথক সমবেশ কেন্দ্র করে সদর রোড সহ আশপাশের সড়কের মোতায়েন ছিলো বিপুল সংখ্যক পুলিশ।
বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ