ফেনী পলিটেকনিক ইন্সটিটিউটে শিক্ষকদের কর্মবিরতি প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী করেছে শিক্ষার্থীরা।
শনিবার সকালে ফেনী পলিটেকনিক ইন্সটিউটের সামনে পুরাতন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঘন্টা ব্যাপী সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানায়, দ্বিতীয় শিফটের পারিশ্রমিক হ্রাসের প্রতিবাদে ও উনিশ মাসের বকেয়া বেতন ভাতার দাবিতে ইন্সটিটিউটের শিক্ষকরা দীর্ঘদিন কর্মবিরতির পালন করছে। আর এ কর্মবিরতির ফলে বন্ধ রয়েছে ক্লাস,নষ্ট হচ্ছে শিক্ষাঙ্গনের পরিবেশ।
পরে তারা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করে। তাদের দাবি,গত দেড় বছর ধরে থেমে থেমে শিক্ষকদের কর্মবিরতি চলছে। ফলে বন্ধ রয়েছে পাঠদান কার্যক্রম। পাশাপাশি নষ্ট হয়ে পড়েছে শিক্ষাঙ্গনের পরিবেশ। তাই আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে প্রতিবাদ করে।
কলেজের অধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান জানান, আগামী সোমবার শিক্ষা মন্ত্রনালয়ে এ বিষয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে। এ বৈঠকে ইতিবাচক সাড়া পেলে ছাত্র-শিক্ষকরা ক্লাসে ফিরে যাবে। এটা শিক্ষক যৌক্তিক দাবি।
এদিকে, পলিটেকনিক শিক্ষক সমিতির সভাপতি তাজ উদ্দিন পাটোয়ারি পলাশ বলেন, ইন্সটিউটের শিক্ষকদের দাবি, মূল বেতনের ৫০% (জাতীয় পে স্কেল ২০১৫ অনুযায়ী) পর্যায়ক্রমে ১০০% উন্নীত করতে হবে সরকারকে। কিন্তু সরকার বারবার আশ্বাস দিয়েও অদৃশ্য কারণে সাড়া দিচ্ছেনা। ফলে দ্বিতীয় শিফটের ক্লাস থেকে বিরত ছাড়া কোন উপায় নেই তাদের।
বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ