বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শনিবার সকাল ১১টা থেকে জেলার বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা নোয়াখালী প্রেসক্লাব চত্ত্বরে জড়ো হতে থাকেন।
পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের জাতীয় নির্বাহী কমিটির সহসভাপতি মো. শাহজাহান। জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান, কেন্দ্রীয় যুবদল নেতা মাহবুব আলমগীর আলো, সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, জেলা যুবদল সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখু, সাধারণ সম্পাদক আবু হাসান মো. নোমান।
বিডি প্রতিদিন/এ মজুমদার