দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে ঠাকুরগাঁও জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিলে বাধা দিয়েছে পুলিশ। বাধার কারণে জেলা কার্যালয় থেকে বের হতে পারেনি বিএনপি।
শনিবার দুপুরে বিক্ষোভ সমাবেশ সফল করতে শহরের বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে জড়ো হতে থাকে দলটির নেতাকর্মীরা। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল শহর বের হওয়ার চেষ্টা করলে তাতে বাধা দেয় পুলিশ। পুলিশের বাধায় দলটির জেলা কার্যালয়ের সামনেই তারা সংক্ষিপ্ত সমাবেশ করে ৷
এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীনসহ অন্য নেতাকর্মীরা তীব্র প্রতিবাদ জানান। তারা বলেন, খালেদা জিয়ার অবিলম্বে মুক্তি দেওয়া না হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
বিডি প্রতিদিন/আল আমীন