চাঁপাইনবাবগঞ্জে আয়কর কর্মকর্তা হিসেবে মিথ্যা পরিচয় দিয়ে ব্যবসায়ীদের সাথে প্রতারণা করে অর্থ আদায়ের চেষ্টার অভিযোগে এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ।
আজ শনিবার দুপুরে পুরাতন বাজার এলাকার ‘চাঁপাই বুক ডিপো’ নামে একটি বইয়ের দোকান থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়। এসময় তিনি ওই দোকানের মালিক মো. নারিুলের নিকট কাগজপত্র দেখার নামে প্রতারণা করে অর্থ আদায়ের চেষ্টা করছিলেন।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. জিয়াউর রহমান পিপিএম জানান, আটককৃত ব্যাক্তি দিনাজপুর জেলার কোতোয়ালি থানার বোয়ালিয়া ফকিরগঞ্জ দিলদার পাড়ার মৃত মোশাররফের ছেলে মো. হায়দার রহমান (৪৫)।
তিনি আরও জানান, আজ শনিবার দুপুরে পুরাতন বাজার এলাকায় ইনকাম ট্যাক্স ইনিস্পেক্টর হিসেবে নিজের পরিচয় দিয়ে ব্যবসায়ীদের নিকট থেকে কাগজপত্র দেখার নামে প্রতারণা করে অর্থ আদায় চেষ্টার অভিযোগে ওই ব্যক্তিকে আটক করে থানায় আনা হয়।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ আয়কর সার্কেল-১৫ কার্যালয়ের কর্মকর্তারা জানান, এমন একজন প্রতারকের ব্যাপারে তারা অবগত রয়েছেন। দীর্ঘদিন যাবত তাকে সনাক্ত ও আটকের চেষ্টা করা হচ্ছিল। কিন্তু এতদিন তাকে হাতেনাতে আটক করা যায়নি। শনিবার ব্যবসায়ীরা ওই ব্যাক্তিকে আটক করতে সক্ষম হন। ওই ব্যাক্তি দীর্ঘ ৯/১০ বছর যাবৎ চাঁপাইনবাবগঞ্জ সদরসহ বিভিন্ন উপজেলার বিভিন্ন স্থানে নিজেকে আয়কর কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে বহু অর্থ আদায় করেছেন বলে অভিযোগ রয়েছে।
বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ