সিরাজগঞ্জে সলঙ্গার মহাসড়কের গোলচত্বর এলাকায় একটি ট্রাক থেকে প্রায় দুই মণ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
আটককৃতরা হলো- রংপুরের পীরগঞ্জ থানার বড় মহাজিদপুর গ্রামের বাবুলের ছেলে ট্রাক চালক রাসেল (২৬) ও কুড়িগ্রাম ফুলবাড়ী থানার অনন্তপুর গ্রামের বয়তুল্লার ছেলে মমিনুর ইসলাম।
র্যাব-১২ ক্যাম্প কমান্ডার জানান, সন্ধ্যার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজন ৬৩ কেজি গাজাসহ আটক করা হয়। ট্রাকটিকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় সলঙ্গায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার