রংপুর নগরীর মেডিকেল মোড় রসুলপুর গ্রামে দুই সন্তানের জননী কাজলী বেগম নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য স্বামী রুহুল আমিনকে আটক করেছে।
পুলিশ ও গ্রামবাসি সূত্রে জানা গেছে, আজ শনিবার সকালে ছেলে মেয়েরা স্কুলে যাওয়ার আগে ঘরের দরজা খুলতে মা কাজলী বেগমকে ডাকে। ঘরের ভিতর থেকে কোন সারা শব্দ না পেয়ে আশপাশের লোকজন এসে দরজা খুলে দেখে কাজলী বেগমের লাশ ঘরের মেঝেতে পড়ে আছে।
আরপিএমপি কোতয়ালি থানার ওসি আব্দুর রশিদ জানান, বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রমেক মর্গে পাঠান। জিজ্ঞাসাবাদের জন্য চা দোকানি স্বামী রুহুল অমিনকে আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ