মাদারীপুরের রাজৈরে নিখোঁজের একদিন পর মিজানুর রহমান নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত মিজানুর রহমান বরিশালের বিমানবন্দর থানার চাঁদপাশা ইউনিয়নের বকশীরচর গ্রামের আব্দুল হক হাওলাদারের ছেলে।
জানা যায়, শুক্রবার বিকালে মিজানুর রহমান বাড়ি থেকে বের হয়। এরপর সারারাত পরিবারের লোকজন খোঁজাখুঁজি করলেও তার কোন সন্ধান পায়নি। শনিবার সকালে একটি মোবাইল নম্বার থেকে ফোনে জানানো হয়, মিজানুর রহমার মারা গেছে। পরে মাদারীপুর সদর হাসপাতালে এসে পরিবারের লোকজন তার লাশ সনাক্ত করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুরের রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের চারঘাটা নামক স্থানে তাকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহতের চাচা রুবেল হাওলাদার বলেন, গতকাল শুক্রবার বিকালে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে নিঁখোজ ছিল। সকালে আমরা খবর পাই মিজান মারা গেছে। ওর কোন শত্রু ছিলো না। কিন্তু ওর লাশ মাদারীপুর আসলো কি করে? ওকে কেউ পরিকল্পিতভাবে খুন করেছে। ওর ব্যবহৃত একটি মোবাইল ফোনও পাওয়া যাচ্ছে না।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বলেন, লাশ উদ্ধারের ঘটনায় মামলা হলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ