জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, শুধু খেলাধুলা করলে চলবে না, খেলাধুলার পাশাপাশি পড়ালেখা চালিয়ে যেতে হবে। ভালো খেলোয়াড় হতে হলে ভালো মানুষ হতে হবে। সকল প্রকার মাদকমুক্ত সমাজ গড়তে হবে।
শনিবার সকালে তিনি দিনাজপুর শহরের নাজমা রহিম ফাউন্ডেশনে ফজিলাতুন্নেছা গোল্ডকাপ বিভাগীয় চ্যাম্পিয়ন অনূর্ধ্ব-১৭ মহিলা ফুটবলে জেলা দল চ্যাম্পিয়ন হওয়ায় সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে এ দেশের ক্রীড়াঙ্গন আর পিছনের দিকে তাকায় নি। বিশ্বের দরবারে এখন বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। ক্রিকেটে হয়েছি আমরা বিশ্ব চ্যাম্পিয়ন। ফুটবলেও একদিন বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে মাথা উঁচু করে দাঁড়াবে ছেলে-মেয়েরা। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রীড়াঙ্গনের উন্নয়নের জন্য সকল প্রকার সহযোগিতা করে আসছে।
এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সুব্রত মজুমদার ডলার, অনূর্ধ্ব-১৭ মহিলা ফুটবল জেলা দলের ম্যানেজার মো. ফজলুর রহমান, কোচ আব্দুস সাত্তার, মো. বেলাল প্রমুখ। শেষে চ্যাম্পিয়ন অনূর্ধ্ব-১৭ মহিলা ফুটবল জেলা দলকে জার্সি, বুট, ট্রাউজার ও পেন্ট প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার