বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) নীলফামারী জেলা কমিটিতে রশিদুল ইসলাম সভাপতি ও নুর ইসলাম সাধারণ সম্পাদক এবং রাজু আহমেদ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার দুপুরে জেলা পরিষদ সম্মেলন কক্ষে বাপসা জেলা কমিটির সাধারণ সভা শেষে তিন বছরের জন্য ২১ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।
সভাপতি রশিদুল ইসলাম কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ও সাধারণ সম্পাদক নুর ইসলাম সদর উপজেলার পলাশবাড়ি এবং রাজু আহমেদ সদরের লক্ষ্মীচাপ ইউনিয়ন পরিষদে সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
কমিটির অন্যরা হলেন জহুরুল ইসলাম ও শহিদুল ইসলাম (সহ-সভাপতি), হামিদুর রহমান ও জাকির হোসেন (সহ-সাধারণ সম্পাদক), মোস্তাক হোসেন (অর্থ সম্পাদক), আতিকুর ইবনে রহিম (প্রচার সম্পাদক), আহসান হাবিব (দফতর সম্পাদক), আশিকা তানবীন (মহিলা বিষয়ক সম্পাদক)। এছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন আব্দুল মান্নান, আশিকুর রহমান লেবু, হারুন উর রশিদ, আবু সুফিয়ান, শফিকুল ইসলাম, রহিদুল ইসলাম, গোলজার রহমান, রিফাত আরা সিমি, ফিরোজুল ইসলাম ও রমজান আলী। কমিটি গঠনের আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়ন পরিষদের সচিব হামিদুর রহমান।
বিডি প্রতিদিন/আল আমীন