ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রকাশ্যে পিতাকে কুপিয়ে হত্যা করার ১০ ঘণ্টা পর পুলিশের কাছে আত্মসমর্পণ করল ছেলে আরাফাত ইসলাম শুভ (২৪)। এ ঘটনায় নিহতের স্ত্রী সানোয়ার বেগম বাদী হয়ে ঘাতক পুত্রের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। গত শুক্রবার রাতেই নবীনগর থানায় মামলা করেন তিনি।
জানা গেছে, নবীনগর পৌর এলাকার আলমনগর গ্রামের মৃত জারু মিয়ার ছেলে আমীর হোসেন গত কয়েক বছর ধরে উপজেলা সদরে স্থায়ীভাবে বসবাস করছিলেন। তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক। সম্প্রতি বিদেশ থেকে আসার পর তার বড় ছেলে মাস্টার্সে পড়ুয়া আরাফাত ইসলাম শুভ (২৪) ব্যবসা করার জন্য বাবার কাছে টাকা চাইছিলেন। গত শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে শুভ তার বাবার কাছে পুনরায় টাকা চাইতে গেলে টাকা দিতে পারবেন না বললে উভয়ের মাঝে কথা কাটাকাটি হয়। পরে বাবা বাড়ি থেকে বেরিয়ে আলমনগর সড়কের ওপর দিয়ে যাবার সময় শুভ ঘর থেকে দা এনে প্রকাশ্যে পেছন থেকে বাবার মাথায় আঘাত করে। তাকে আশংকাজনক অবস্থায় ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। পরে রাত সাড়ে সাতটার দিকে নিজেই থানায় এসে আত্মসমর্পন করে ঘাতক শুভ।
শনিবার ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মকবুল হোসেন বলেন, ঘটনার পরপরই আমরা ঘাতককে ধরার জন্য বিভিন্ন দলে ভাগ হয়ে পুলিশকে নিয়ে বের হয়ে পড়ি। বিভিন্ন জায়গায় ঘাতকের ছবি ইন্টারনেটে পাঠিয়ে দেই। ফলে ঘাতক এক পর্যায়ে আত্মসমর্পণ করতে বাধ্য হয়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রনোজিত রায় বলেন, শনিবার সকালে ঘাতক শুভকে আদালতে পাঠানো হলে সে দুপুর থেকে বিকাল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদ হোসেন এর দ্বিতীয় আদালতে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন