মাগুরা সদর উপজেলার ধনপাড়া গ্রামে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। শনিবার সকালে এ সংঘর্ষ চলাকালে এলাকার অন্তত দশটি বাড়িঘরে ভাংচুর করা হয়েছে।
এলাকাবাসী জানায়, ধানি জমিতে সেচ দিতে সেচনালী পরিষ্কার করার সময় রাঘবদাইর ইউনিয়নের ৬ ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশিক বিশ্বাসের সমর্থক সাইদ জোয়ারদারের কিছু মাটি পার্শ্ববর্তী ক্ষেত মালিক ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমিন মন্ডলের সমর্থক দুর্লভ মন্ডলের ধান ক্ষেতে যায়। এতে ক্ষিপ্ত হয়ে দুর্লভ তার লোকজন নিয়ে সাইদ জোয়ারদারকে মারধর করে। বিষয়টি নিয়ে উত্তেজনা তৈরি হলে সাইদ জোরদারের পক্ষ নিয়ে আশিক বিশ্বাসের সমর্থকরা আমিন মন্ডলের সমর্থকদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয়পক্ষের হামলা পাল্টা হামলায় কমপক্ষে ১৫ জন আহত হয়। এছাড়া ১০টি বাড়ি ঘর ভাংচুর হয়। খবর পেয়ে মাগুরা সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে আশিক বিশ্বাস ও মিজানুর রহমান নামে দু’জনকে আটক করে। আহতদের মধ্যে সাইদ জোয়াদার (৪৫), স্বপন আলী জোয়াদার (৪৩), মোজাহার জোয়াদার (৫৬), ফুল মিয়া মন্ডল (৪০) রফি উদ্দিন(৫০), সুরত আলী(৫১)কে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘সংঘর্ষের খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এলাকায় সার্বক্ষণিক পুলিশ টহল রয়েছে।’
বিডি-প্রতিদিন/মাহবুব