দিনাজপুরে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলার ঐতিহ্যবাহী ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ে শনিবার এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মা সমাবেশে প্রধান অতিথি ছিলেন দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল আউয়াল।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, প্রতিদিন কমপক্ষে একটি করে ভাল কাজ করবে। এতে আত্মার শান্তি পাওয়া যায়, তেমনি মনকে বড় করতে পারবে। তিনি আরও বলেন, শিক্ষার্থীরা ইঞ্জিনের মতো। নিজে এগিয়ে মাথা উঁচু করে দাঁড়ালে চলবে না, সমাজের পিছনে পড়া ব্যক্তিদেরও সঙ্গে নিয়ে এগুতে হবে। মনে রাখতে হবে, বিয়ে পাশের আগে বিয়ে না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি আলহাজ সাইদুর রহমান। আলোচনা শেষে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। এ সময় শিক্ষাবিষয়ক বিভিন্ন সময়ে সংবাদ প্রচারে বাংলাদেশ প্রতিদিনের দিনাজপুর প্রতিনিধি রিয়াজুল ইসলাম ও চ্যানেল টুয়েন্টিফোর প্রতিনিধি বিপুল সরকার সানি এবং শিক্ষাবিষয়ক অবদানে স্বারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসাদ্দেক হোসেনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, স্থানীয় পৌর কাউন্সিলর সানোয়ার হোসেন সরকার, সদর উপজেলা শিক্ষা অফিসার আশরাফুল আলম প্রধান, অধ্যাপক আনোয়ারুল কাদির জুয়েল, শহীদ জমিরউদ্দিন গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হামিদ, বাংলাদেশ শিক্ষক সমিতি দিনাজপুরের সাধারণ সম্পাদক মাতলুবুল মামুন ও প্রধান শিক্ষক ফজলুর রহমান।
এ সময় শংকরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, মহারাজা গিরিজিনাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ আলমসহ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আল আমীন