দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে মাগুরায় বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালে মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের ভায়না এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহবায়ক আলী আহম্মদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন যুবদল সভাপতি অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোল, ছাত্রদল সভাপতি আব্দুর রহিম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম জাহিদ, পৌর বিএনপির আহবায়ক মাসুদ হাসান খান কিজিল, সদর থানা বিএনপির আহবায়ক কুতুবুদ্দিন প্রমুখ।
বক্তারা অবিলম্বে বেগম জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করে সরকারের নানা ব্যার্থতা তুলে ধরে কঠোর সমালোচনা করেন। বিক্ষোভ সমাবেশে বিএনপি ও তার বিভিন্ন অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।
বিডি প্রতিদিন/আল আমীন