নারী নির্যাতন মামলা তুলে না নেয়ায় বগুড়ায় নিজের স্ত্রীকে ব্লেড দিয়ে কেটে দেয়াসহ মারপিটের পর নির্যাতন করে মাথার চুল কেটে দিয়েছে স্বামী।
শনিবার সকাল ১১ টায় আহত অবস্থায় পরিবারের অন্যান্য লোকজন গৃহবধূকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, বগুড়া শহরের কলোনী চকফরিদ এলাকার খন্দকারপাড়ায় ডেকোরেটর শ্রমিক মো: আলম হোসেনের মেয়ে সানিয়া আক্তার আইভির (২০) বিয়ে হয় গাবতলী উপজেলার মালিয়ানডাঙ্গা গ্রামের রফিকুল ইসলামের সাথে। বিয়ের পর থেকে তারা বগুড়া শহরের কলোনী এলাকার চকলোকমান এলাকায় ভাড়া থাকতো। মাঝে মধ্যেই যৌতুকের টাকা চেয়ে আইভিকে মারপিট করতো রফিকুল। এসব ঘটনায় ২০১৬ সালে নারী নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলা তুলে না নেয়ায় শনিবার রফিকুল আইভিকে ঘরের মধ্যে হাত পা বেঁধে নির্যাতন করে। এক পর্যায়ে ব্লেড দিয়ে তার শরীরের কয়েকটি স্থানে ও মাথার চুল কেটে দেয়। এরপর ঘরের মধ্যে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়। আইভির চিৎকার চেঁচামেচির এক পর্যায়ে প্রতিবেশিরা এগিয়ে এসে আগুন নিভিয়ে ফেলে এবং ও তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তি জানান, পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। আলামত হিসেবে কাটা চুল পাওয়া গেছে। ঘটনার পর থেকে ওই নারীর স্বামী রফিকুল ইসলাম পলাতক আছে। তাকে গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন