লক্ষ্মীপুরে নানা আয়োজনে বসন্ত উৎসব হয়েছে। লক্ষ্মীপুর সরকারি কলেজের উদ্যোগে ক্যাম্পাসে আনন্দ আয়োজনের মধ্য দিয়ে বসন্তকে বরণ করে নেওয়া হয়।
বাঙালির ঐতিহ্যকে লালন করতে শনিবার সকাল থেকে গানের সুরে, নৃত্যের তাল আর বাদ্যের ঝংকারে মুখরিত হয়ে উঠে ক্যাম্পাস। তরুণ- তরুণীরা অংশ নেয় উৎসবে।
উৎসবকে ঘিরে ২০টি স্টলে বিভিন্ন মজাদার পিঠা নিয়ে মেলাও বসে। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মহাবুবুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল, সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু, জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফ, সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান, কলেজ ছাত্রলীগের সভাপতি ফাহাদ বিন কামাল মাহি প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন