জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নোয়াখালীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে শিশু-কিশোরদের সাংকৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান করা হয়েছে। শনিবার দুপুরে এলজিইডি হলরুমে অনুষ্ঠিত প্রতিযোগিতার বিষয় ছিল সংগীত, নৃত্য ও কবিতা আবৃত্তি।
প্রতিযোগিতায় এলজিইডি পরিবারের অর্ধশত শিশু-কিশোর অংশগ্রহণ করে। বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এলজিইডি নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী মো. ইকরামুল হক। সিনিয়র সহকারী প্রকৌশলী এস এম রাফিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলার ৯ উপজেলার প্রকৌশলী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আল আমীন