নরসিংদী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান প্রয়াত নেতা এ্যাড. আসাদোজ্জামানের ৩য় স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ্যাড.আসাদোজ্জামান পরিষদের ব্যানারে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কেন্দ্রীয় তাঁতী লীগের সভাপতিসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের একাংশের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নরসিংদী জেলা মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও মরহুম এ্যাড. আসাদোজ্জামানের সহধর্মীনি শরিফা জামানের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় তাঁতী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার শওকত আলী, সদর উপজেলা চেয়ারম্যান সফর আলী ভূইয়া, বেলাবো উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শমসের জামান ভঁইয়া রিটন, আওয়ামী লীগ নেতা এস এ হাদি, শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোন্তাজ উদ্দিন ভূইয়া, হাজীপুর ইউপি চেয়ারম্যান পিন্টু, শীলমান্দি ইউপি চেয়ারম্যান আব্দুল বাকির, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদোজ্জামান খোকন, পৌরভার প্যানেল মেয়র রিপন সরকার, এসএম কাইয়ুম প্রমূখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দী