মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা ও কোস্টগার্ড জাহাজ বিসিজিএস তৌহীদ এর নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট আবদুল্লাহ আল মাহমুদ বাংলাদেশ কোস্টগার্ডের সর্বোচ্চ সম্মাননা পদক বাংলাদেশ কোস্টগার্ড মেডেল (বিসিজিএম) লাভ করলেন।
শনিবার কোস্টগার্ডের ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ পদক প্রদান করেন।
বাংলাদেশ কোস্টগার্ড এ শান্তিকালীন সময়ে কৃতিত্বপূর্ণ ও সাহসিকতামূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ পদক প্রদান করা হয়েছে।
লেফটেন্যান্ট আবদুল্লাহ আল মাহমুদ ২০১৫ সালে বাংলাদেশ নৌবাহিনীর এক্সিকিউটিভ শাখায় এক্টিং সাব লেফটেন্যান্ট হিসেবে কমিশন লাভ করেন। ২০১৭ সালে তিনি প্রেষণে বাংলাদেশ কোস্টগার্ডে যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময়ে তিনি একক ও যৌথ প্রচেষ্টায় সুন্দরবনের ৮টি জলদস্যু বাহিনীকে সমূলে উৎখাত করতে সক্ষম হন। এছাড়া সুন্দরবন থেকে জলদস্যুতার কাজে ব্যবহৃত শতাধিক দেশী-বিদেশী অস্ত্র উদ্ধার করতে সক্ষম হন। তার সক্রিয় অংশগ্রহণ ও দিকনির্দেশনায় প্রায় দুই শত কোটি টাকা মূল্যের দেশী ও বিদেশী চোরাচালান পণ্য আটক করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন