কুমিল্লার দাউদকান্দিতে বাসের চাপায় দুলাল সাহা (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার বিকেলে ঢাকা-চট্টগ্রামে মহাসড়কে উপজেলার বলদাখাল ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত দুলাল সাহা উপজেলার পদুয়া ইউনিয়নের হরিনা বাজার খোলা গ্রামের মৃত মনোরঞ্জন সাহার ছেলে। সোমবার সন্ধ্যায় এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন।
তিনি জানান, দুলাল সাহা ঢাকা থেকে দাউদাকান্দি টোলপ্লাজায় নেমে ওই এলাকা দিয়ে রাস্তা পার হওয়ার সময় কুমিল্লাগামী একটি বাস তাকে চাপা দেয়। এতে মাথায় আঘাত পাওয়া অবস্থায় গৌরীপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, দুর্ঘটনা কবলিত গাড়িটি আটক করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল