লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মেঘনা নদীতে আজ মঙ্গলবার ভোরে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড পৃথক অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার কারেন্ট জাল আটক করেছে। এসময় ৫০০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়।কারেন্ট জাল লোকজনের সামনে আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। তবে এর সাথে জড়িত কোনো জেলেকে আটক করা যায়নি।
মৎস্য বিভাগ ও কোস্টগার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে উপজেলার পুরান বেড়ির মাথার মেঘনা নদী এলাকায় ও জালিয়ার চর এলাকায় মৎস্য বিভাগ ও কোস্টগার্ড অভিযান পরিচালনা করে। জব্দকৃত জাটকা ইলিশ স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
রায়পুর উপজেলা কন্টিনজেন্ট কমান্ডার মো. সাইফুল আলম বলেন, জাটকা রক্ষায় সরকারের সংশ্লিষ্ট বিভাগ তৎপর রয়েছে। নিষিদ্ধ সময়ে কেউ জাটকা ধরলে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। প্রতিদিনের ন্যায় অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/ফারজানা