কক্সবাজার টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারিতে নুর নাহার (৪০) নামের নারী নিহত হয়েছেন। তিনি টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পের বি-বক্লের বাসিন্দা নুর আলমের স্ত্রী।
মঙ্গলবার সকালে হ্নীলা ইউনিয়নের লেদা রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মনির এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘লেদা রোহিঙ্গা ক্যাম্পে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে এক রোহিঙ্গা নারী নিহত হয়েছে। তার লাশটি উদ্ধারের পর আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি-প্রতিদিন/মাহবুব