পঞ্চগড়কে মাদক ও বাল্যবিবাহমুক্ত জেলা গড়ার নিমিত্তে ‘মুজিব বর্ষে শপথ নেই, মাদক ও বাল্যবিয়েমুক্ত জেলা গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে দিনব্যাপী এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সরকারি অডিটোরিয়াম চত্বরের মুক্তমঞ্চে পঞ্চগড় সদর উপজেলা প্রশাসন এই মতবিনিময় সভার আয়োজন করে।
মতবিনিময় সভায় রংপুর বিভাগীয় কমিশনার এ কে এম তারিকুল ইসলাম প্রধান অতিথি ছিলেন।
পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গোলাম রব্বানীর সভাপতিত্বে সভায় বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল আলীম খান ওয়ারেসী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, পঞ্চগড় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর বিশেষ অতিথি ছিলেন।
মতবিনিময় সভায় পঞ্চগড় সদর উপজেলার সরকারি বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, নারী সংগঠক, এনজিওসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় মাদক দ্রব্যের অপব্যবহার, পাচার, মাদক বিক্রি, সেবন প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহীত হয়। সভায় মাদকবিরোধী শপথ পাঠ করার বিভাগীয় কমিশনার।
বিডি প্রতিদিন/এনায়েত করিম