প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মো. খলিলুর রহমান বলেছেন, ক্রমাগত দখল ও দূষণের ফলে নদীমাতৃক বাংলাদেশের নদী মাতৃকতা বিশেষণ হারিয়ে যেতে বসেছে। ভূমিদস্যুদের প্রকোপে নদী ভরাট করে স্থাপনা তৈরি হচ্ছে। অন্যদিকে বর্জ্য ও শিল্প বর্জ্য সঠিক ব্যবস্থাপনার অভাবে নদীতে ফেলে নদ-নদীর পানি দূষিত করার পাশাপাশি ভরাট করা হচ্ছে। এতে নদীর নাব্য নষ্ট হচ্ছে। যা পরিবেশের জন্য মারাত্মক হুমকির সৃষ্টি করছে।
তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের যে চ্যালেঞ্জ সামনে রয়েছে তা মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক পরিমন্ডলে তার বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেছেন, যা বিশ্ববাসীকে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে ভাবতে উদ্বুদ্ধ করেছে। বাংলাদেশের নদ-নদী দখলমুক্ত ও দূষণমুক্ত করার মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তব রূপ লাভ করবে এটাই আমাদের প্রত্যাশা।
মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে নদী দূষণ ও দখল প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খানের সভাপতিত্বে ও আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. নাজিমুল হায়দারের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তৃতা করেন কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার মেয়র অ্যাডভোকেট ফখরুল ইসলাম আক্কাস, আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হানিফ মুন্সী, ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ, মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাক্তার আব্দুল্লাহ আল মাহমুদ নজরুল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইকবাল হোসেন ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহীন সিকদার, আশুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরোজা পারভিন প্রমুখ।
সভায় অন্যান্য বক্তারা ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও ভৈরব বন্দর এলাকার মেঘনা নদী দখল ও দূষণের চিত্র তুলে ধরে এর প্রতিকারে প্রধান অতিথির হস্তক্ষেপ কামনা করেন। তারা বলেন, দখল ও দূষণের ফলে এক সময়ের উত্তাল মেঘনা ক্রমাগত সঙ্কীর্ণ হয়ে প্রবহমানতা হারাচ্ছে। এতে শুধু পরিবেশই নষ্ট হচ্ছে না বরং তা আমাদের কৃষির ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে। বাংলাদেশের সুজলা সুফলা রূপ ক্রমাগত হারিয়ে যেতে বসেছে নদী দখল ও দূষণের ফলে। এছাড়াও আশুগঞ্জ উপজেলায় দ্রুত একটি ডাম্পিং স্টেশন স্থাপন করার বিষয়ে সকলেই একাত্মতা পোষণ করেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম