নাটোরের বড়াইগ্রামে পরিত্যক্ত অবস্থায় আট রাউন্ড গুলিসহ একটি দেশি রিভলবার উদ্ধার করেছে র্যাব-৫ এর একটি টিম। সোমবার সন্ধ্যায় উপজেলার শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পুকুর পাড় থেকে এগুলো উদ্ধার করা হয়।
র্যাব-৫ রাজশাহী সিপিসি-২ নাটোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি এসএম জামিল আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় শ্রীরামপুর এলাকার একটি পুকুর পাড়ে অভিযান চালানো হয়। এ সময় পুকুর পাড়ে পরিত্যক্ত অবস্থায় একটি দেশি রিভলবার ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/এনায়েত করিম