কুষ্টিয়ার দৌলতপুরে মরিচা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ইউপি চেয়ারম্যানসহ অন্তত ১০জন আহত হয়েছে। আহতদের মধ্যে তিনজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের বালিরদিয়াড় বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মরিচা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থী আব্দুর রাজ্জাকের কর্মী সমর্থকরা বালিরদিয়াড় বাজারে ভোট চাইতে গেলে মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলমগীরের লোকজনের সাথে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। এর একপর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে উভয়পক্ষের লোকজন একে অপরের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়।
খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষে মরিচা ইউপি চেয়ারম্যান শাহ আলমগীর, রশিদ, রাব্বি, কামাল, সামিউল, ফিরোজ, ছাব্বির, বাবলু ও শরিফুলসহ ১০জন আহত হয়। আহতদের মধ্যে রাজ্জাক পক্ষের তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
সংঘর্ষের বিষয়ে মরিচা ইউপি চেয়ারম্যান শাহ আলমগীর দাবি করেন, রাজ্জাক মিস্ত্রির লোকজন আমার অফিসে অতর্কিত হামলা চালিয়ে আমাকেসহ আমার লোকজনকে বেধড়ক মারপিট করে আহত করেছে। এসময় হামলাকারীরা আমার মোটরসাইকেলটিও ভাঙচুর করে।
তবে এ ঘটনায় রাজ্জাক মিস্ত্রির কোনও মন্তব্য পাওয়া যায়নি।
দৌলতপুর থানার ওসি এস এম আরিফুর রহমান বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মরিচা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে মঙ্গলবার রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও উত্তেজনা দেখা দিয়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে।
উল্লেখ্য, আজ বুধবার মরিচা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
বিডি-প্রতিদিন/শফিক