অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সবর্স্তরের হাজার হাজার মানুষ।
আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে জেলা প্রশাসন, পুলিশ সুপার, জেলা পরিষদ, জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, শরীয়তপুর ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ, জাতীয় পার্টি, শ্রমিক লীগ, সাংস্কৃতিক সংগঠন, বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের পক্ষ হতে শ্রদ্ধা জানানো হয়।
জেলা প্রশাসক শরীয়তপুর কাজী আবু তাহের, জেলা পুলিশ সুপার এস এম আসরাফুজ্জামন, জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবিদুর রহমান খোকা শিকদা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কুমার দে, উপজেলা চেয়ারম্যান আবুল হাসেম তপুদা, শরীয়তপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল, নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুর রহমান শেখ, পুষ্পার্ঘ অর্পণ করেন।
এছাড়া শরীয়তপুর সরকারি কলেজ, জেলা স্কাউটস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এনজিওর পক্ষ হতেও শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম