২১ ফেব্রুয়ারি, ২০২০ ১৬:০৪

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আশুগঞ্জে শহীদ মিনার উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আশুগঞ্জে শহীদ মিনার উদ্বোধন

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের আড়াইসিধায় উদ্বোধন করা হল শহীদ মিনার। সকালে আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা কেবি উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ মিনারে ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান।    

আড়াইসিধা কেবি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউনিয়নের চেয়ারম্যান মো. সেলিম মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরোজা পারভিন, আড়াইসিধা কেবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল আলম, খন্দকার সাহানা ফরিদ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম প্রমুখ। এছাড়া ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে পর্যায়ক্রমে সবগুলো উচ্চ বিদ্যালয়ে শহীদ মিনার স্থাপনের উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। এর আগে সূর্যোদয়ের সাথে সাথে জেলা প্রাশাসক হায়াত-উদ-দৌলা খান আড়াইসিধা কেবি উচ্চ বিদ্যালয়ে এসে বিদ্যালয়ের শিক্ষাথীদের সাথে প্রভাত ফেরিতে অংশ নেন।  

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর