পার্বত্য জেলা বান্দরবানের জামছড়িতে সন্ত্রাসীদের গুলিতে আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি বাচানো মারমা (৬০) নিহত হয়েছেন। এ সময় আতঙ্কিত হয়ে স্ট্রোক করে মারা যান বাতখই মারমা (৬৩)।
শনিবার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত বাচানো মারমার বাড়ি জামছড়ি ভিতর পাড়া। সে ওই এলাকার মংবই মারমার ছেলে।
সদর থানার ভারপাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, শনিবার রাত সাড়ে সাতটার দিকে আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি বাচানো মারমাসহ অন্যরা একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় ১০-১২ জনের সন্ত্রাসী গ্রুপ হঠাৎ এসে অতির্কিত গুলি চালায়। এতে ঘটনাস্থলেই বাচানো মারমা মারা যায়।
এ ঘটনায় আহত হন পাঁচ জন। আহতরা হলেন, সাবেক মেম্বার উচ থোয়াই (৬৫), যুবলীগ নেতা মংক্যা চিং মারমা (২৫), যুবলীগ নেতা হ্লামং চিং (৩০) ক্যাপোমং (৪৫) ও প্রতিবন্ধী আদাসী (২৬)। তারা সবাই একই এলাকার বাসিন্দা।
এ ঘটনার পর জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বর্তমানে সেখানে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন