ভৈরবে ধারালো চাকু ও ক্ষুরসহ দুই ছিনতাইকারীকে আটক করেছে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। আটকরা হলো জুয়েল মিয়া (২০) ও সুব্রত চন্দ্র বর্মণ (২১)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মো. মিজানুর রহমানের নেতৃত্বে একটি আভিযানিক দল শনিবার ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের মেঘনা নদীর উপর নির্মিত শহীদ সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর নিচ থেকে তাদের আটক করে।
এঘটনায় আটক ওই দুজনের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে ছিনতাই ও অস্ত্র আইনে মামলা দায়েরের পর ভৈরব থানায় সোপর্দ করা হয়।
বিডি-প্রতিদিন/শফিক