মাগুরায় মুজিববর্ষ উপলক্ষে ‘জঙ্গি, অবক্ষয়- দুর্নীতি, মানবে না এ সংস্কৃতি’ এ শ্লোগানকে সামনে রেখে ৬৪ জেলায় জাতীয় নাট্যোৎসবের অংশ হিসেবে মাগুরায় দু’টি নাটকের প্রদর্শনী হয়েছে।
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সহযোগিতায় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় গতকাল শনিবার সন্ধ্যায় মাগুরা শহীদ সৈয়দ আতর আলী গণগ্রন্থাগার চত্ত্বরে এ নাট্যোৎসব অনুষ্ঠিত হয়। নাট্যোৎসবে মহম্মদপুর উপজেলার কলমের সৈনিক নাট্য সংসদের পরিবেশনায় সালাউদ্দিন আহম্মেদ মিল্টন এর রচনা ও দিলীপ অধিকারীর নিদের্শনায় নাটক “একজন মুক্তিযোদ্ধা’র মঞ্চায়ন হয়। অভিনয়ন করেন মুরাদ, অলোক, দিলীপ, আনিস, ইকবাল, সোহেল ও রুবেল।
পরে মাগুরার থিয়েটার ইউনিট মঞ্চায়ন করে ‘উনিশ’শ একাত্তর’। ইমদাদুল হক মিলনের লেখা ‘উনিশ’শ একাত্তর’ গল্পের নাট্যরূপ ও নিদের্শনা দেন নাজমা আক্তার। অভিনয় করেন নাইমা, জিসান, কামিনী, সিয়াম, মুসা, আরাফাত, সাহজাহান, হাসান, ইয়াসিন ও নয়ন।
বিডি প্রতিদিন/ফারজানা