চাঁপাইনবাবগঞ্জে পুলিশের নামে টাকা নেওয়ার অভিযোগে মো. পারভেজ (২৮) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে সদর মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
পারভেজ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের লাহারপুর গ্রামের মো. আস্তার আলীর ছেলে।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউর রহমান জানান, পুলিশ সুপারের নির্দেশনায় কোন ভুক্তভোগীর কাছ থেকে মামলা সংক্রান্ত বিষয়ে টাকা নেওয়া হয় না। কিন্তু পারভেজ পুলিশ ক্লিয়ারেন্সের নাম করে সদর উপজেলার গোবরাতলা ই্উনিয়নের অরুনবাড়ি গ্রামের আজহার উদ্দিনের ছেলে বিদেশগামী শাহ আলমের (৩৮) কাছ থেকে ৫শ টাকা আদায় করে। পরে বিষয়টি জানতে পরে পারভেজকে গ্রেফতার করে আজ সোমবার জেল হাজতে প্রেরণ করা হয়।
তিনি আরও জানান, কোন ব্যক্তি পুলিশের নাম করে অর্থ নিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া কোন ধরনের সমস্যায় পড়লে সরাসরি ওসির সাথে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।
বিডি প্রতিদিন/হিমেল