২৮ ফেব্রুয়ারি, ২০২০ ০০:২৩

জাতীয় নাট্যোৎসবে লক্ষ্মীপুরে মঞ্চায়িত হলো ‘দহল’

লক্ষ্মীপুর প্রতিনিধি

জাতীয় নাট্যোৎসবে লক্ষ্মীপুরে মঞ্চায়িত হলো ‘দহল’

জঙ্গি-অবক্ষয়-দুর্নীতি মানবে না এ সংস্কৃতি- প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৬৪ জেলায় জাতীয় নাট্যোৎসবের ধারাবাহিকতায় লক্ষ্মীপুরে মঞ্চায়িত হলো নাটক ‘দহল’।

বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় টাউন হলে লক্ষ্মীপুর থিয়েটারের পরিবেশনায় প্রফেসর মাইন উদ্দিন পাঠানের নির্দেশনায় ও রচনায় এ নাটকটি মঞ্চায়িত হয়। এতে জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন পেশাজীবী মানুষ উপভোগ করেন।  

মাইন উদ্দিন পাঠান জানান, স্থানীয় শিল্পীকলা কৌশলীদের সাথে প্রতিপাদ্য বিষয়টি মিশিল হয়ে গেছে দহল নাটকটির। জঙ্গিবাদকে না বলা, সামাজিক অবক্ষয় দূর করা এবং দুর্নীতিকে না বলার মধ্য দিয়ে নাটকটি তুলে আনা হয়েছে। 

নাটকটির বক্তব্য দর্শক শ্রোতার মাধ্যমে প্রবাহিত হয়ে আগামী দিনের সুন্দর বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন এ নাট্যকার।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর