বগুড়া শহরের একটি ছাত্রী নিবাস থেকে আখিনুর আকতার (২৪) নামে এক মাস্টার্স পড়ুয়া শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে শহরের কামারগাড়ি এলাকার মা-বকুল ভিলা নামের ছাত্রী নিবাসটির চতুর্থ তলার কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়।
আখিনুর আকতার শিবগঞ্জ উপজেলার ময়দানহাটা ইউনিয়নের পলাশী গ্রামের হেলাল উদ্দিনের মেয়ে। তিনি বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী।
জানা গেছে, শুক্রবার রাতে আখিনুর রাতের খাবার খেয়ে দরজা বন্ধ করে রুমে ঘুমিয়ে পড়েন। শনিবার সকাল গড়িয়ে দুপুর হয়ে গেলেও তিনি রুম থেকে বের না হওয়ায় অন্য বাসিন্দারা বিষয়টি বাড়ির মালিককে জানায়।
বাসার মালিক লিমন সদর থানায় খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দরজা খুলে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেচানো অবস্থায় আখিনুরের লাশ ঝুলে থাকতে দেখেন।
ওই ছাত্রী নিবাসের অন্য ছাত্রীরা জানান, দেড় বছর আগে মামুন নামের এক যুবকের সঙ্গে আখিনুরের বিয়ে হয়। বিয়ের কয়েকদিন পর তার স্বামী মালয়েশিয়া চলে যায়। কিছুদিন ধরে মোবাইল ফোনে স্বামীর সাথে ঝগড়া চলছিল।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদিউজ্জামান জানান, লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটির তদন্ত করা হচ্ছে।
বিডি প্রতিদিন/আল আমীন