জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গুডুম্বা পশ্চিমপাড়া গ্রামে এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল সাড়ে আটটার দিকে নিহতের বাড়ীর পাশে তেঁতুল গাছের নীচ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদ বাংলাদেশ প্রতিদিনকে জানান, সকালে এলাকাবাসীর খবরের ভিত্তিতে তেঁতুল গাছে ঝুলন্ত অবস্থায় আশা খাতুনের (৩০) মরদেহ দেখা গেছে এবং এর নীচে স্বামী শাহীন সুলতানের লাশ পাওয়া যায়। দুজনের গলায় ফাঁসের চিহ্ন রয়েছে। পুলিশ ধারনা করছে পারিবারিক কলহের কারণে স্বামী গলায় ফাঁস দিলে স্ত্রী দ্রুত দড়ি কেটে দিয়ে নিজেও গলায় ফাঁস দেয়। নিহত দম্পতির একটি কন্যা সন্তান রয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল