'বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি'-এই স্লোগানকে সামনে রেখে বরগুনার পাথরঘাটায় এই প্রথম জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ রবিবার সকাল ১০টা দিকে পাথরঘাটা উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র্যালি বের হয়ে পৌর শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুর কবিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পাথরঘাটা পৌর মেয়র আনোয়ার হোসেন আকন, পাথরঘাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভিন, পাথরঘাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি মির্জা শহিদুল ইসলাম খালেদ প্রমুখ।
বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ