'বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি' প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুরে বীমা দিবস পালিত হচ্ছে।
রবিবার সকালে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করে জেলা শহরের প্রধান সড়ক পরিদর্শন করে জেলা প্রশাসক এর অফিসের সামনে শেষ হয়। পরে জেলা প্রশাসক এর সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা প্রশাসক কাজী আবু তাহের এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, উপজেলা অফিসার সদর মাহাবুর রহমান শেখ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ