কক্সবাজারের টেকনাফের চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে স্বামীর সাথে অভিমান করে আনছার বেগম (২৫) নামের এক রোহিঙ্গা নারী আত্নহত্যা করেছেন। সে হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে (ক্যাম্প নং০২১) ই ব্লক ওমানি সাইডের ছৈয়দ আমিনের স্ত্রী। শনিবার রাতে সবার অগোচরে ওই নারী গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, স্বামী- স্ত্রী উভয়ের মধ্যে দীর্ঘ দিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল। এরই জের ধরে স্বামীর অনুপস্থিতিতেই গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেন ছৈয়দ আমিনের স্ত্রী। পাশাপাশি এ নারীটি মানসিক ভারসাম্যহীন ছিল বলে জানা গেছে।
প্রতিবেশীরা জানান, ঝগড়া-বিবাদ করে স্বামী সকালে কাজের সন্ধানে বের হয়ে পড়ে। বাড়িতে এসে দেখেন যে, স্ত্রী গলায় ফাঁস লাগানো অবস্থায় রয়েছে। পরে আশপাশের লোকজন আত্নহত্যার খবর নিশ্চিত হয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল পরিদর্শন করে হোয়াইক্যং ফাঁড়ির একদল পুলিশ। এ রোহিঙ্গা দম্পতির এক সন্তান রয়েছে বলেও জানা গেছে।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতদেহটির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ