টেকনাফে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে ২১ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে ১২জন নারী ও ৯জন পুরুষ রোহিঙ্গা রয়েছে।
গতকাল শনিবার বিকালে উপজেলার বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) জহির উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ বাহারছড়া উত্তর শিলখালী ঝাউ বাগান পয়েন্ট দিয়ে মানব পাচারের খবর পেয়ে অভিযান চালিয়ে এই ২১জন রোহিঙ্গাকে উদ্ধার করে।
টেকনাফের বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরির্দশক মোহাম্মদ লিয়াকত আলী বলেন, দালালরা শিলখালী ঝাউবাগান পয়েন্ট দিয়ে এসব রোহিঙ্গাদেরকে মালয়েশিয়ায় পাচারের জন্য জড়ো করেছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ২১ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ১২জন নারী ও ৯জন পুরুষ রয়েছে।
তিনি আরও বলেন, উদ্ধারকৃত রোহিঙ্গাদের জিজ্ঞাসাবাদ শেষে তাদের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনামতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। দালাল চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ