‘বীমা দিবসে শপথ করি উন্নত দেশ গড়ি’স্লোগান নিয়ে চুয়াডাঙ্গায় প্রথম জাতীয় বীমা দিবস-২০২০ উদ্যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার বেলা সাড়ে ১০টায় শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসনের আয়োজনে চুয়াডাঙ্গা ডিসি সাহিত্য মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মনিরা পারভীন। আলোচনা সভায় বীমা কোম্পানির আহবায়ক আবুল কালাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আব্দুল আওয়াল ও সরকারি আদর্শ মহিলা কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক শাহিনুর রহমান বক্তব্য রাখেন।
বীমা দিবসে চুয়াডাঙ্গায় কর্মরত ১৫টি লাইফ ইন্স্যুরেন্স ও নন-লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/আল আমীন