নেত্রকোনার দুর্গাপুরে পিকনিক করে ফেরার পথে দুর্গাপুরের বালুবাহী ট্রাকের চাপায় চার শিক্ষার্থী নিহতের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে পুরো উপজেলা। এ ঘটনার প্রতিবাদে রবিবার সকাল থেকে পৌর শহরের প্রেসক্লাব মোড় এলাকায় দূর্গাপুর শ্যামগঞ্জ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন সচেতন ছাত্র সমাজ।
নিরাপদ সড়কসহ নানা দাবিতে তারা এই বিক্ষোভ কর্মসূচি পালন করে। এ সময় সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়।
গতকাল শনিবার রাতে উপজেলায় শান্তিপুরে বালুবাহী লরি ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপে থাকা শিক্ষার্থীরা সড়কে পড়ে যায়। এ সময় পিছন দিক থেকে আসা বেপরোয়া গতির আরেকটি বালুবাহী ট্রাক শিক্ষার্থীদের চাপা দিলে ঘটনাস্থলে নিহত হয় দুইজন।
পরে আহত অবস্থায় দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আরও দুইজনের মৃত্যু হয়।
এছাড়া আহত হয় আরও কমপক্ষে ১০ জন শিক্ষার্থী।
বিডি প্রতিদিন/হিমেল