নানা কর্মসূচির মধ্য দিয়ে কিশোরগঞ্জে পুলিশ মেমোরিয়াল ডে পালিত হয়েছে। কিশোরগঞ্জ পুলিশ লাইন্সে জেলা পুলিশের আয়োজনে আজ রবিবার এ কর্মসূচি পালিত হয়।
এ উপলক্ষে সকালে পুলিশ লাইন্সে নির্মিত অস্থায়ী স্মৃতিসৌধে পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদের (বিপিএম) নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এসময় জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম. এ. আফজল, পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আসাদ উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে একটি শোভাযাত্রা বের করা হয়।
পরে পুলিশ লাইন্সের ড্রিল শেডে নিহত ও মৃত পুলিশ সদস্যদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু প্রমুখ।
অনুষ্ঠানে জেলা পুলিশের পক্ষ থেকে নিহত ও মৃত পুলিশ পরিবারের সদস্যদেরকে ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রি প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ