লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় উৎসবমুখর পরিবেশে প্রথম জাতীয় বীমা দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ (রবিবার) সকালে রায়পুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলায় কর্মরত বিভিন্ন বীমা কোম্পানীর কর্মকর্তা কর্মচারীরা পৃথক পৃথক র্যালি নিয়ে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়। প্রগতি লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর উপজেলা ইনচার্জ ও জাতীয় বীমা দিবস উদযাপনের কো-অর্ডিনেটর মো. আনোয়ার হোসেন ঢালীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীন চৌধুরী, সহকারী কমিশনার ভূমি আক্তার জাহান সাথী ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাজী মাজেদা বেগম প্রমুখ।
‘বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি’ এ স্লোগান নিয়ে জাতীয় বীমা দিবসে উপজেলায় কর্মরত ১৫টি লাইফ ইনস্যুরেন্স ও নন-লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল