মুজিব বর্ষ উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রোগীদের বিনামূল্যে অর্থপেডিক্স চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ অর্থপেডিক্স সোসাইটি এ স্বাস্থ্য সেবা ক্যাম্পের আয়োজন করে।
আজ সকালে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে এ ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশ অর্থপেডিক্স সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. মো. আব্দুল গনি মোল্লা।এ সময় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের, বাংলাদেশ অর্থপেডিক্স সোসাইটির মহাসচিব ডা. ওহিদুর রহমান, গোপালগঞ্জ জেলা বিএমএ-র সাধারণ সম্পাদক ডা. হুমাযূন কবির, গোপালগঞ্জ সিভিল সার্জন ডা. নিয়াজ মাহামুদ, গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. অসিত কুমার মলিক উপস্থিত ছিলেন।
এ ক্যাস্পে শতাধিক অর্থপেডিক্স সার্জন দিনব্যাপী বিনামূল্যে সহস্রাধিক অর্থপেডিক্স রোগীদের চিকিৎসা সেবা দেন। পরে তাদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল