মেহেরপুরের গাংনী উপজেলার করমদি গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে উভয় পক্ষের তিন নারীসহ ৭ জন আহত হয়েছে। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।
আহতরা হচ্ছেন অ্যাড. মিজানুর রহমান, নাহিদা আক্তার, আসমত আলী, শাহাজামাল, সাবিনা। এছাড়া অপর পক্ষের মজিবর ও সাবিনা।
আহতদের উদ্ধার করে এলাকাবাসী মেহেরপুর জেণারেল হাসপাতাল ও গাংনী স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেছে। আসমত আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়।
স্থানীয়রা জানায়, শুক্রবার বিকালে অ্যাড. মিজানুরের সাথে প্রতিবেশী শাহাজুলের জমি নিয়ে বিরোধ হয়। এর কিছুক্ষন পর শাহাজুলের নেতৃত্বে কিছু লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মিজানুরের পরিবারের উপর হামলা চালায়। এসময় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে।
গাংনী থানার অফিসার ইনচার্জ জানান, সাবিনা বাদী হয়ে গাংনী থানায় অভিযোগপত্র দাখিল করেছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/হিমেল