পটুয়াখালীর দশমিনা উপজেলার আলীপুরা নদীর পূর্ব আলীপুরা পয়েন্টে গোসল করতে নেমে নিখোঁজ স্কুলছাত্রীর লাশ তিন দিন পর উদ্ধার করা হয়েছে।
রবিবার বেলা ১১ টার দিকে পুলিশ মরাদেহটি উদ্ধার করে। স্কুলছাত্রীর লাশ উদ্ধারের পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এর আগে বৃহস্পতিবার সকালে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছিল রূপা দাস (৯) নামে ওই স্কুলছাত্রী। রূপা দাস উপজেলার পূর্ব আলীপুরা গ্রামের সুদাংশু দাসের মেয়ে। সে আলীপুরা সরকারি প্রথামিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।
পুলিশ জানায়, ঘটনাস্থলের উত্তরে প্রায় আড়াই কিলোমিটার দূরে আলীপুরা নদীতে রণুয়া পয়েন্টে তার লাশ পাওয়া গেছে। ঘটনার পর থেকে স্থানীয়দের সহায়তায় পুলিশ স্কুলছাত্রীকে উদ্ধারের চেষ্টা চালায়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন