প্রথমবারের মত কিশোরগঞ্জে বীমা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আজ রবিবার শোভাযাত্রা, রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়াম থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মাসউদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গুরুদয়াল সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক আব্দুল হামিদ।
বীমা'র বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ন্যাশনাল লাইফ ইন্সরেন্সের (জনবীমা) ডেপুটি এরিয়া ইনচার্জ মনিরুল ইসলাম। এসময় বীমা বিষয়ক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদেরকে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন বীমা কোম্পানীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ