‘বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি’ স্লোগান নিয়ে বরিশালে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ১ম জাতীয় বীমা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার সকাল ১১টায় জেলা প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউজ চত্ত্বর থেকে একটি র্যালি বের হয়।
র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে অশ্বিনী কুমার হল চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে অশ্বিনী কুমার হলে আলোচনা সভায় জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. জাকারিয়া।
সভায় অন্যান্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহম্মদ হোসেন চৌধুরী, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক, বরিশাল ইন্সুরেন্স এসোসিয়েশনের আহ্বায়ক আব্দুল হালিম খান সহ বিভিন্ন ইন্সুরেন্স কোম্পানীর কর্মকর্তা-কর্মচারীরা ও গ্রাহকরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন