নেত্রকোনায় পালিত হয়েছে জাতীয় বীমা দিবস। এ উপলক্ষে রবিবার বেলা সাড়ে ১১ টায় শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসন আয়োজিত বীমা দিবসে পৌর শহরের মোক্তারপাড়া পুরাতন কালেক্টরেট প্রাঙ্গন থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে জেলার বিভিন্ন এলাকার বীমা কর্মী ও বীমা গ্রহিতারা অংশ নেন।
এতে নেতৃত্ব দেন সংরক্ষিত আসনের এমপি হাবিবা রহমান শেফালী ও অতিরিক্ত জেলা প্রশাসক সাবিহা সুলতানা। পরে র্যালি শেষে কালেক্টরেট প্রাঙ্গনেই এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বীমা কর্মীদের মাঝে কাজের উৎসাহ বাড়াতে পুরস্কার বিতরণ করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন